সর্বশেষ

*** স্কুল-কলেজের ক্লাস যেভাবে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত***ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা, সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা***১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে*** স্কুল-কলেজে ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত ***
Recent Posts Widget
প্রধান শিক্ষকের বাণী

“আলোকিত মানুষ আলোকিত দেশ” - এই মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে চলছে পুইজালা বি,এম,আর,বি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে‘আলোকিতমানুষ’গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে“আনন্দপুরল্যাবরেটরি স্কুল”।

সুবিশালমাঠ, প্রশস্ত শ্রেণিকক্ষ, যুগোপযোগী ও বিজ্ঞান সম্মত পাঠ্যসূচি, একদল দক্ষ ও উদ্যমীশিক্ষকসহমানসম্মত স্কুলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ স্বতঃপ্রণোদিত হয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও অভিমত পেশকরে স্কুলের সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধ পরিকর।

সাতক্ষীরা জেলা থেকে ২৬.৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পুইজালা বি,এম,আর,বি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধী জনের কাছেআত্ম প্রকাশ করতে সক্ষমহবে। পরম করুণাময় আল্লাহুর অশেষ মেহেরবানীতে এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসকরি সম্মানিত অভিভাবক সহ সকলের সহযোগিতায়“আনন্দপুরল্যাবরেটরি স্কুল”একদিন বিশ্বমানের আদর্শ শিক্ষায়তন হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবেই নশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।


শ্যামাপদ রায়

প্রধান শিক্ষক
পুইজালা বি,এম,আর,বি মাধ্যমিক বিদ্যালয়