সর্বশেষ

*** স্কুল-কলেজের ক্লাস যেভাবে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত***ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা, সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা***১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে*** স্কুল-কলেজে ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত ***
Recent Posts Widget

এসএসসি উত্তীর্ণদের জন্য মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি

জেএসসি,এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের জন্য মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি


মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২০১৭ সালের জে.এস.সি/এস.এস.সি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে  মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিগত বছরগুলোর ন্যায় এই বছরও সমগ্র দেশব্যাপী শিক্ষাবৃত্তি প্রোগ্রাম ২০১৭ শুরু করতে যাচ্ছে । এর আওতায় ২০১৭ সালের জে.এস.সি/এস.এস.সি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদন পত্র আহবান করা হচ্ছে।

বৃত্তির আবেদনপত্র জমার তারিখ ও স্থান::
আবেদনপত্র আগামী মার্চ ৩১, ২০১৮ ইং তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট
অথবা,
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট (৯ম তলা),৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০
এই ঠিকানায় ডাকযোগে প্রেরন করা যাবে।
বৃত্তির ফলাফলঃ ফলাফল প্রকাশের পর তা এখানে পাওয়া যাবে।