সর্বশেষ

*** স্কুল-কলেজের ক্লাস যেভাবে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত***ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা, সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা***১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে*** স্কুল-কলেজে ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত ***
Recent Posts Widget

২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য ৬ মে


২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। নির্ধারিত দিনে দুপুর ২ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
নির্ধারিত দিনে সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ৪ ও ৫ মে ছুটির দিন। এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটি ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল ২০১৮ অনলাইনে  Puijala High School Website পাওয়া যাবে । 
এছাড়া ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ও একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সর্বশেষ সব তথ্য জানতে নিয়মিত চোখ রাখুন পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ের   ওয়েবসাইটটে ।

অনলাইনে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল ২০১৮ জানা যাবে এখানে



বিভিন্ন বোর্ডের গ্রেডশীটসহ এসএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে নিচের লিংকগুলো থেকেঃ





মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০১৮ জানা যাবে যেভাবেঃ
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ 
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
SSC RAJ 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ 
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্যঃ 
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
SSC Tec 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।